নতুন বছরে শুভেচ্ছাবার্তা জানিয়ে তাদের জন্য চিঠি আসত রানি দ্বিতীয় এলিজাবেথের দরবার থেকে। উৎসবের মরসুমে আসত নানা উপহার। ব্রিটেনের রাজা হওয়ার পর মায়ের প্রিয় সেই ঘোড়াগুলির মধ্যে ১৪টিকে বিক্রি করে দিলেন চার্লস। গত সোমবার নিলাম সংস্থা টেটারসলসের মাধ্যমে রানি এলিজাবেথের ওই ঘোড়াগুলিকে বিক্রি করে দেওয়া হয়।ঘোড়া এবং ঘোড়দৌড় নিয়ে প্রয়াত রানির উৎসাহের কথা জানত গোটা বিশ্ব! রাজ-আস্তাবলের ঘোড়াগুলি অংশ নিত নানা ঘোড়দৌড়ে।
টেটারসলসের মুখপাত্র জিমি জর্জ অবশ্য দাবি করেছেন, ঘোড়া বিক্রির ঘটনা অস্বাভাবিক কিছু নয়। প্রতি বছরই রাজপরিবার কিছু ঘোড়া বিক্রি করে থাকে।
তিনি বলেন, ‘রাজপরিবারের আস্তাবলে অনেকগুলি ঘোড়া শাবক ছিল। এতগুলি ঘোড়া সেখানে রাখা সম্ভব নয় বলে ১৪টি বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়।’ চার্লস জমানাতেও ঘোড়ার সঙ্গে রাজপরিবারের সম্পর্ক শেষ হবে না বলে দাবি করেছেন তিনি।