নিলামের মাধ্যমে কেনা ৫ বছরের অধিক পুরাতন গাড়ি ছাড় করার নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এর ফলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবেশ অধিদপ্তরের বিবেচনায় যে সকল আমদানি নিষিদ্ধ গাড়ির ব্যবহার উপযোগিতা রয়েছে সেগুলো সরকারি দপ্তর বা পরিবহন পুলে বরাদ্দ প্রদান করা যাবে। গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিলামের মাধ্যমে কেনা ৫ বছরের অধিক পুরাতন গাড়ি ছাড় করার প্রস্তাব নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগত অনুমোদন দিয়েছে।
জানা গেছে, বর্তমান আমদানি নীতি আদেশ ২০২১–২৪ অনুযায়ী ৫ বছরের অধিক পুরাতন যেকোনো সিসির মোটর কার, মাইক্রোবাস, মিনিবাস, জিপসহ অন্যান্য পুরাতন যানবাহন আমদানিযোগ্য নয়। জাতীয় রাজস্ব বোর্ডের আদেশ মোতাবেক শর্তসাপেক্ষে আমদানিযোগ্য পণ্য বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিয়ে নিলামে বিক্রয় করা যাবে।
অপরদিকে বিদ্যমান আমদানি নীতি আদেশে অখালাসযোগ্য পণ্য নিলামের মাধ্যমে বিক্রয়ের বা ছাড়করণের কোনো বিধান নেই। তাই অখালাস করা যানবাহন নিষ্পত্তির লক্ষ্যে দুটি প্রস্তাব করা হয়। এর মধ্যে একটি হলো– বিআরটিএ এবং পরিবেশ অধিদপ্তরের বিবেচনায় যে সকল আমদানি নিষিদ্ধ গাড়ির ব্যবহার উপযোগিতা রয়েছে সেগুলো সরকারি দপ্তর বা পরিবহন পুলে বরাদ্দ প্রদান করা যেতে পারে। আর দ্বিতীয়টি হলো– আমদানি নিষিদ্ধ যে সকল গাড়ির উপযোগিতা নেই সেগুলো বিযুক্ত করে যন্ত্রাংশ অথবা স্ক্র্যাপ হিসেবে নিলামের মাধ্যমে শুল্ক কর্তৃপক্ষ কর্তৃক নিষ্পত্তি করা যেতে পারে। প্রস্তাবটি উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা নীতিগত অনুমোদন করেছে।












