হুবের কোম্পানির ঘড়িটির কভারে স্বস্তিকা চিহ্ন এবং জার্মানির একনায়কের নামের ইংরেজি আদ্যক্ষর ‘এ এইচ’ ক্যাপিটাল লেটারে খোদাই করা আছে। জার্মানির সাবেক একনায়ক নাৎসি পার্টির নেতা অ্যাডলফ হিটলারের বলে কথিত একটি ঘড়ি যুক্তরাষ্ট্রে এক নিলামে ১১ লাখ ডলারে বিক্রি হয়েছে। হুবের কোম্পানির ঘড়িটির কভারে স্বস্তিকা চিহ্ন এবং জার্মানির একনায়কের নামের ইংরেজি আদ্যক্ষর ‘এ এইচ’ ক্যাপিটাল লেটারে খোদাই করা আছে। নিলামে অজ্ঞাতনামা এক ক্রেতা ঘড়িটি কিনে নিয়েছেন বলে বিবিসি জানিয়েছে। মেরিল্যান্ডের আলেকজান্ডার হিস্টোরিকাল অকশনসে বিক্রি হওয়ার আগে ইহুদি নেতারা ঘড়িটি নিলাম তোলার নিন্দা জানিয়েছিলেন। অতীতেও বিভিন্ন নাৎসি স্মারকচিহ্ন বিক্রি করা নিলামকারী প্রতিষ্ঠানটি জার্মানির গণমাধ্যমকে বলেছে, ইতিহাস সংরক্ষণ করাই তাদের লক্ষ্য। ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নাৎসি কর্তৃত্বাধীন জার্মানিকে নেতৃত্ব দিয়েছিলেন হিটলার। তার প্রত্যক্ষ নেতৃত্বে ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড দখল করে নিলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তার শাসন পরিকল্পিতভাবে এক কোটি ১০ লাখের বেশি মানুষকে হত্যার পথ করে দিয়েছিল, এর মধ্যে ৬০ লাখকেই মারা হয়েছিল তাদের ইহুদি ধর্মপরিচয়ের কারণে।পণ্য হিসেবে ঘড়িটির জন্য তৈরি করা ক্যাটালগে বলা হয়েছে, ঘড়িটি সম্ভবত ১৯৩৩ সালে ফ্যাসিস্ট নেতার জন্মদিনে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ওই বছরই তিনি জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন।
নিলামঘরটির এক পর্যালোচনায় বলা হয়েছে, ১৯৪৫ সালের মে মাসে হিটলারের অবকাশযাপন কেন্দ্র ব্যাকহফে হানা দেওয়া ফ্রান্সের জনাতিরিশেক সেনা ঘড়িটি পায়। এরপর সেটি কয়েক প্রজন্মের হাত ঘুরে নিলামঘরে আসে।