নিলামে সাকিব-মোস্তাফিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি

২৭ মার্চ থেকে আইপিএল শুরু

| রবিবার , ২৩ জানুয়ারি, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

 

এ বছর আগামী মার্চের শেষে মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। সূচি অনুযায়ী আসরটি শেষ হতে পারে মে মাসের শেষে। আইপিএলের আসছে আসর নিয়ে ১০টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠক শেষে এমন সিদ্ধান্ত আসে। টুর্নামেন্ট কতৃপক্ষ দলের মালিকদের জানিয়ে দিয়েছে, উদ্বোধনী ম্যাচে সম্ভাব্য দিন ২৭ মার্চ। ফ্র্যাঞ্চাইজিগুলো জানিয়েছে, ভারতের মাটিতেই আইপিএল অনুষ্ঠিত হবে। ভারতে যদি কোভিডের কারণে ম্যাচ আয়োজন করা না যায়, তবে দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প ভেন্যু হিসেবে রাখা হবে। তবে এসব সিদ্ধান্ত সবই সম্ভাব্য। আগামী ২০ ফেব্রুয়ারি আশা করা যাচ্ছে পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে ২০২২(আইপিএল নিলামে গতবারের মতোই এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। বাংলাদেশের দুই বড় তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এই ভিত্তিমূল্যেই নিলামে আছেন।

এবার সাকিব ও মোস্তাফিজ ছাড়া আরও ৭ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম নিলামের জন্য নিবন্ধিত হয়েছে। তবে সর্বোচ্চ ৫৯ জন ক্রিকেটারের নাম থাকছে অস্ট্রেলিয়ার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ জন দক্ষিণ আফ্রিকার, ওয়েস্ট ইন্ডিজের ৪১ জন, শ্রীলংকার ৩৬ জন, ইংল্যান্ডের ৩০ জন, নিউজিল্যান্ডের ২৯ জন এবং আফগানিস্তানের ২০ জন। এমনকি নেপালের ১৫ জন এবং যুক্তরাষ্ট্রের ১৪ জন ক্রিকেটারের নামও থাকছে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায়। সাকিব ও মোস্তাফিজসহ ৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে বাংলাদেশের অলরাউন্ডারকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাকে এবার ধরে রাখেনি কলকাতা। ফলে ফের নিলামে উঠছে তার নাম। গতবার মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে তার ভিত্তিমূল্যেই কিনেছিল রাজস্থান রয়্যালস। তবে এবার তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় নদভী এমপি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন