নিলামে উঠছে ১২৪ লট পণ্য

চট্টগ্রাম কাস্টমস

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ৭:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমসে ড্রাম ট্রাক-ফেব্রিক্সসহ ১২৪ লট বিভিন্ন ধরণের পণ্য নিলামে তোলা হচ্ছে আগামী ২৬ জুলাই। নিলামের কর্মকর্তারা জানান, নিলাম প্রক্রিয়ার অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে ক্যাটালগ ও দরপত্র বিক্রি শুরু হয়েছে। বিডাররা (নিলামে অংশগ্রহণকারী) নির্ধারিত মূল্য পরিশোধ করে আগামী ২৪ জুলাই পর্যন্ত ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন।

কাস্টমসের নিলাম শাখা সূত্রে জানা গেছে, ১২৪ লট পণ্যের মধ্যে রয়েছে- গার্মেন্টস ফেব্রিক্স, লেডিস টি শার্ট, আইসেট মোল্ড, মেটাল ফ্রেম, ব্যাটারি লিড, ওয়াশিং কেমিক্যাল, ফিনিশিং এজেন্ট, হাইড্রোক্লোরিক এসিড, ডাই এসিড এইচপি, চেয়ার, গাড়ির টায়ার, গ্রিন টি, পলিব্যাগ, প্লাস্টিক হ্যাংগার, প্লাস্টিক টয়, থান কাপড়, নাইলন রোপ, কিং কফি, ডিটারজেন্ট, ড্রেজার উইথ এক্সেসরিজ, মোবাইল এক্সেসরিজ, অ্যাডভারটাইজিং স্যাম্পল, রাসায়নিক পদার্থ, আর্ট পেপার, জিপসাম পাউডার, ডুপ্লেক্স বোর্ড, প্লাস্টিক প্যাকিং স্ট্র্যাপ, প্লাস্টিক বাকল, তৈরি পোশাক, ওয়াটার ফিল্টার, ক্যালেন্ডার অ্যান্ড ডায়েরি, হ্যাং ট্যাগ, সেলফ অ্যাডহেসিভ ট্যাপ, সয়েল স্টাবিলাইজার, আসবাবপত্র, পুরাতন এলইডি টিভি, সালফিউরিক এসিড, লুভ অয়েল, আলকাতরা, ডিজেল, কেরোসিন, পাম অয়েল, ব্ল্যাক অয়েল, অপরিশোধিত সয়াবিন তেল, পরিশোধিত সয়াবিন তেল, থিনার, পলিশড গ্রানাইট, ব্যবহৃত একসেভেটর, অ্যামিউজমেন্ট পার্ক আইটেম এবং কুরিয়ার তৈরি ড্রাম ট্রাক।

নিলাম শাখার কর্মকর্তারা জানান, বিডাররা অফিস চলাকালীন সময়ে এবং নিলাম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স কেএম কর্পোরেশনের মাঝিরঘাটের অফিস, কাস্টমসের নিলাম শাখা অফিস এবং ঢাকার মতিঝিল অফিস থেকে ক্যাটালগ ও দরপত্র সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত দরপত্র আগামী ২৪ ও ২৫ জুলাই সকাল ৯টা থেকে বেলা ২টার মধ্যে জমা দেয়া যাবে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তার (প্রশাসন) কার্যালয়, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, শুল্ক আবগারি ও ভ্যাট কমিশনারেট (ঢাকা দক্ষিণ) এর কার্যালয় এবং ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনে স্থাপিত দরপত্রের বাঙে। এরপর আগামী ২৬ জুলাই বেলা আড়াইটায় বিডারদের উপস্থিতিতে দরপত্রের বাঙ খোলা হবে। নিলাম সম্পন্ন হওয়ার পর সর্বোচ্চ দরদাতাদের অনুকূলে পণ্য বিক্রির অনুমোদন দিবেন নিলাম কমিটির সদস্যরা। নিলামে অংশগ্রহণ করতে প্রতিষ্ঠানের ক্ষেত্রে দরপত্রের সাথে হালনাগাদ করা ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন সনদ, টিআইএন সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে। ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি এবং হালনাগাদ টিআইএন সার্টিফিকেটের কপি দাখিল করতে হবে। এছাড়া ক্যাটালগে উল্লেখিত শর্ত পূরণ করে নিলামে অংশ নেয়া যাবে।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের উপ-কমিশনার আলী রেজা হায়দার দৈনিক আজাদীকে বলেন, নিলাম আমাদের রুটিন কার্যক্রমের একটি অংশ। বন্দরের কন্টেনার জট কমাতে আমরা নিলাম কার্যক্রমের গতি বাড়িয়েছি। সেই ধারাবাহিকতায় আগামী ২৬ জুলাই ১২৪ লট বিভিন্ন ধরণের পণ্য নিলামে তোলা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সমন্বয় করা যাচ্ছে না এলাকাভিত্তিক লোডশেডিং
পরবর্তী নিবন্ধরনির অভিযোগে সহজকে ২ লাখ টাকা জরিমানা