নির্যাতন-নিপীড়ন-কারাবন্দি কিছুই বেগম জিয়াকে ভাঙতে পারেনি

আলোচনা সভায় বিএনপি নেতা শামসুল আলম

| শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনের বাকলিয়া থানাধীন ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ১ ডিসেম্বর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম। তিনি বলেন, “নির্যাতন, নিপীড়ন, কারাবন্দিকিছুই বেগম জিয়াকে ভাঙতে পারেনি। তিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর নেতৃত্ব মানেই ন্যায়, সাহস ও জনগণের অধিকার রক্ষার অটল অঙ্গীকার।” তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা ঐতিহাসিক। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দেশবাসীর আশাআকাঙ্‌ক্ষার প্রতীক হয়ে আছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এ.কে. খান। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সেকান্দর, আহ্বায়ক হাজী মোহাম্মদ ইমরান, সদস্য সচিব মহিউদ্দিন মিজান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, “বি” ইউনিট বিএনপির সভাপতি শেখ আলাউদ্দিন, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি এম. এইচ. চৌধুরী বাবলু, সদস্য সচিব মোহাম্মদ ফারুকসহ যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটির ফ্যাশন ডিজাইন বিভাগের কর্মশালার সমাপনী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধশিক্ষা, নৈতিকতা ও মানবিকতার সমন্বয়ে সমাজ গড়তে চাই