একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, নির্মূল কমিটির আন্দোলন অব্যাহত থাকবে। নির্মূল কমিটি এই দেশে মুক্তিযুদ্ধের স্বপ্নকে বাঁচিয়ে রাখা থেকে শুরু করে অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা, মৌলবাদীদের বিরুদ্ধে আন্দোলন-সব কিছুতে সোচ্চার। তিনি নির্মূল কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রধান বক্তা ছিলেন শওকত বাঙালি। নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলার উদ্যোগে শহীদ জননী জাহানারা ইমামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ‘মুক্তিযুদ্ধের চেতনার আন্দোলনের তিন দশক : চট্টগ্রামের ভূমিকা’ শীর্ষক আলোচনা এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ১৯ জানুয়ারি নগরীর চেরাগী পাহাড়স্থ সুপ্রভাত স্টুডিও হলে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান, জেসমিন সুলতানা পারু। দীপঙ্কর চৌধুরী কাজলের সভাপতিত্বে ও মো. অলিদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, অ্যাডভোকেট রেহানা বেগম রানু, মোহাম্মদ মইনুদ্দিন, নাজিম উদ্দিন চৌধুরী, হাবিব উল্লাহ চৌধুরী ভাস্কর, এ কে এম জাবেদুল আলম সুমন, আবু সাদাত মো. সায়েম, ফারুক চৌধুরী, সুমন চৌধুরী, মিথুন মল্লিক, মো. সাহাব উদ্দিন, অসিত বরণ বিশ্বাস, সূচিত্রা গুহ টুম্পা, সনেট চক্রবর্ত্তী, রুবেল চৌধুরী, রাজীব চৌধুরী প্রমুখ।