বলিউডের আলোচিত চলচ্চিত্র ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ নির্মাতা আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সেই ছবির নায়িকা ইয়ামি গৌতম। গতকাল শুক্রবার রাতে ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে বিয়ের খবর দিয়েছেন আদিত্য-ইয়ামি। খবর বিডিনিউজের। বিবৃতিতে তারা বলেন, পরিবারের আর্শীর্বাদে ছোট পরিসরে আজ আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে আমরা আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। ভালোবাসা ও বন্ধুত্বের এ নবযাত্রায় সবার আশীর্বাদ কামনা করছি।
বলিউডের এ নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন দিয়া মির্জা, জ্যাকুলিন ফার্নান্দেজ, নেহা ধুপিয়াসহ আরও কয়েকজন বলিউড তারকা। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আদিত্য ধরের আলোচিত চলচ্চিত্র ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এ ভারতীয় গোয়েন্দা বাহিনির এক এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। ‘ভিকি ডোনার’, ‘কাবিল’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন ইয়ামি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার আরেক ছবি ‘ভূত পুলিশ’। বলিউডের চলচ্চিত্রে গীতিকার হিসেবে পরিচিত আদিত্য ধর ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির মধ্য দিয়েই নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। ২০১৯ সালে ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘উরি’র জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন তিনি।