আলোচিত সিনেমা ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলা দায়ের এবং সিনেমার প্রদর্শন বন্ধে উকিল নোটিস পাঠানোর ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ। মঙ্গলবার সংগঠনটির সভাপতি আহসান হাবীব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাটক নির্মাতা ইমনের বিরুদ্ধে মামলারও নিন্দা জানানো হয়। খবর বিডিনিউজের। বিজ্ঞপ্তিতে বলা হয়, আমাদের সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ করার সকল অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমরাও বদ্ধপরিকর। ব্যাপক সাড়া জাগানো হাওয়া সিনেমায় শালিক পাখিকে খাঁচায় বন্দি রাখা, মেরে খাওয়া কিংবা শাপলা পাতামাছ ধরার দৃশ্যগুলো আইন লঙ্ঘনের নজির বলে প্রাণী অধিকারকর্মীরা অভিযোগ তোলেন। এরপর সিনেমাটি দেখে পরিচালক মেজবাউর রহমান সুমনের বিরুদ্ধে মামলা করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এছাড়া ‘হাওয়া’র ছাত্রপত্র বাতিল এবং প্রদর্শন নিষিদ্ধের দাবি জানিয়ে এক আইনজীবীও পরে উকিল নোটিস পাঠান। এদিকে গেল মার্চে নির্মাতা অনন্য ইমনের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনি। কারণ ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডেতে একটি টেলিভিশনে প্রচারিত ‘শেষ গল্পটা তুমি’ নাটকের একটি দৃশ্যে খাঁচায় বন্দি টিয়া পাখি দেখান নির্মাতা। অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম বলেন, সব ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে শিল্পীরা সম্মিলিতভাবে রুখে দাঁড়াবেন। তিনি বলেন, সিনেমা ও নাটক সংশ্লিষ্ট সকল সংগঠন একজোট হয়ে প্রতিবাদ করব। এসব মামলার মধ্য দিয়ে মূলত শিল্প-সংস্কৃতির কণ্ঠ রোধ করার ষড়যন্ত্র। সম্মিলিত প্রতিবাদে এই ষড়যন্ত্র প্রতিহত করা হবে। সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের চলচ্চিত্র যখন কয়েকজন তরুণ, মেধাবী, শিক্ষিত শিল্পী, নির্মাতার হাত ধরে ধ্বংসস্তূপ থেকে আবার নতুনভাবে একটু একটু করে মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে, আবার যখন সিনেমা হলে মানুষের জোয়ার নেমেছে, মানুষ দলবলে সিনেমা দেখতে আসছে, ঠিক তখনি এ জোয়ার বন্ধ করবার ষড়যন্ত্র নিয়ে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে এই অশুভ শক্তি বাংলাদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতিকে ধ্বংস করবার জন্য জঘন্যতম তৎপরতা চালিয়ে আসছে। এবার তারা আইনের ধারা উপধারাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। হাওয়া সিনেমার বিষয়ে বিজ্ঞপ্তিততে বলা হয়, যে হাওয়ায় পুরো বাংলাদেশ ভাসছে, সেই হাওয়াকে রুদ্ধ করবার ষড়যন্ত্রের নকশা নিয়ে উপস্থিত। বলা হচ্ছে হাওয়া চলচ্চিত্রের সকল রকম প্রদর্শনী বন্ধ করতে হবে। বলা হচ্ছে বন্য প্রাণী আইন লঙ্ঘন হয়েছে।