করোনাকালীন নির্মাণ শ্রমিকদের আর্থিক প্রণোদনা ও খাদ্য সহযোগিতা প্রদানের দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর ২নং গেটস্থ শেখ ফরিদ মার্কেটে নির্মাণ শ্রমিক ইউনিয়নের বিভাগীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সংগঠনের বিভাগীয় সভাপতি নুরুল আমিন এই দাবি জানান। তিনি বলেন, করোনায় নির্মাণ শ্রমিকরা কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী একজন মানুষ অনাহারে থাকবে না, তার এই প্রতিশ্রুতি রক্ষায় চসিক মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সহ সভাপতি মো. খোকন, যুগ্ম সম্পাদক মো. তোফায়েল আহাম্মদ, সহ দপ্তর সম্পাদক জামাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।