নির্মাণাধীন সদরদপ্তরে অফিস করলেন সিএমপি কমিশনার

আনুষ্ঠানিক উদ্বোধন আরো পরে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:০৩ পূর্বাহ্ণ

লালদীঘির পাড়স্থ সিএমপি’র নির্মাণাধীন সদরদপ্তরেই কার্যক্রম শুরু করেছেন নগর পুলিশের কমিশনার হাসিব আজিজ। ইতোমধ্যে সম্পন্ন হওয়া একটি ফ্লোরে কয়েকজন সহকর্মীকে নিয়ে তিনি গতকাল অফিস করেছেন। এখন থেকে পুলিশ কমিশনারের কার্যালয় লালদীঘির পাড়স্থ সদরদপ্তর থেকে পরিচালিত হবে। আরো কয়েকজন শীর্ষ কর্মকর্তা কয়েকদিনের মধ্যে এই ভবনে অফিস করতে শুরু করবেন। তবে পুরো সিএমপির কার্যক্রম শুরু করতে আরো অন্তত একটি ফ্লোরের দরকার বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

সিএমপি সূত্র জানিয়েছে, লালদীঘির পাড়স্থ নবনির্মিত সিএমপি হেডকোয়ার্টার্সে নিজের কার্যক্রম শুরু করা উপলক্ষে গত রোববার ছোটখাটো করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুলিশ কমিশনার সিএমপির শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ফিতা কেটে নিজের কার্যালয়ে প্রবেশ করেন। তবে সিএমপি সদরদপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন আরো পরে হবে বলে জানিয়ে সূত্র বলেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা পুলিশের আইজি সদরদপ্তর উদ্বোধন করবেন।

১৪ ডিসেম্বর বিকেল ৩টা নাগাদ পুলিশ কমিশনার সহকর্মী শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সিএমপি সদরদপ্তরে পৌঁছান। শুরুতে কমিশনারকে স্বাগত জানান সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হুমায়ুন কবির। পরে সিএমপির একটি চৌকস টিম পুলিশ কমিশনারকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী, উপপুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপপুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভলপমেন্ট) মোহাম্মদ ফেরদৌস আলী চৌধুরীসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ কমিশনার হাসিব আজিজ বলেন, ভবনটির নির্মাণ পুরোপুরি শেষ হতে আরো সময় লাগবে। যে সব ফ্লোর ব্যবহারযোগ্য হবে সেগুলো আমরা ব্যবহার করতে শুরু করবো।

উল্লেখ্য, সিএমপি সদরদপ্তরে ২০ তলা ভবন নির্মিত হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমনোরেল প্রকল্প বাস্তবায়নে চসিকে ফলোআপ সভা
পরবর্তী নিবন্ধএক সপ্তাহে কেজিতে পেঁয়াজের দাম কমল ৬০ টাকা পর্যন্ত