নির্মাণাধীন ভবন থেকে মাথায় লোহা পড়ে বাঁশখালীর যুবকের মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ৮:৪৮ অপরাহ্ণ

রাজধানী ঢাকার গুলশানে দুপুরে খাবার খেয়ে হেটে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহা পড়ে বাঁশখালীর যুবক আশফাক চৌধুরী পিপলুর (৪৪) মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, পিপলু ঢাকার গুলশান এলাকায় একটি আমেরিকান কোম্পানিতে কর্মরত ছিলেন।আজ দুপুরে ঢাকাস্থ একটি হোটেলে খাবার খেয়ে নিজ কর্মস্থলে যাওয়ার পথে গুলশান এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহা পড়ে তার মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন।

পরে ঢাকার ইউনাইটেড হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪ টার দিকে মৃত্যুবরণ করেন।

নিহত আশফাক চৌধুরী পিপলু বাঁশখালী উপজেলার বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পুকুরিয়া ইউনিয়নের মোহাম্মদ নাদেরুজ্জামান চৌধুরীর পুত্র বলে জানান সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল।

পূর্ববর্তী নিবন্ধতারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান
পরবর্তী নিবন্ধভোটকেন্দ্র দখল করতে গেলে পরিবার থেকে বিদায় নিয়ে আসবেন : চট্টগ্রামে জামায়াত নেতা