নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

আজাদী অনলাইন | সোমবার , ২১ জুন, ২০২১ at ৯:০৮ অপরাহ্ণ

নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন নয়াহাট এলাকায় নির্মাণাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে আবদুস সালাম (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২১ জুন) বিকেল ৪টার দিকে জাহাঙ্গীর ভবনে এ দুর্ঘটনা ঘটে। বাংলানিউজ
আবদুস সালামের বাবার নাম মো. সুলতান। তাৎক্ষণিক বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, “নির্মাণাধীন চারতলা একটি ভবনে কাজ করার সময় দ্বিতীয় তলা থেকে পড়ে যান আবদুস সালাম। সহকর্মীরা তাকে উদ্ধার করে বিকেল সোয়া ৫টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে তাকে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান তিনি।”

পূর্ববর্তী নিবন্ধমিতু হত্যায় রিমান্ড শেষে কারাগারে আসামি সাইদুল
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে মালিককে ধরে নিয়ে জমি লিখে নেয়ার চেষ্টার অভিযোগ