নির্মাণাধীন ভবনে জমাটবদ্ধ পানি, রাস্তা-ফুটপাত দখল

চসিকের পৃথক অভিযান, ১১ জনকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ নভেম্বর, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

পৃথক অভিযানে নির্মাণাধীন পাঁচ ভবন মালিকসহ ১১ জনকে ৮৬ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। জমাটবদ্ধ পানি পাওয়ায় এবং রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করায় এ জরিমানা করা হয়। গতকাল পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাস্ট্রিেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রট মনীষা মহাজন।
চসিক সূত্রে জানা গেছে, অভিযানে নগরের কাজেম আলী রোড ও খলিফাপট্টি রোড এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে ৫ম পৃষ্ঠার ৩য় কলাম
এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এসময় পাঁচটি নির্মাণাধীন ভবনের নীচে এডিস মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিকের বিরুদ্ধে মামলা করে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে এডিস মশার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
এদিকে চকবাজার মোড়, তেলিপট্টী রোড ও বাদুরতলা এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে মোটর সাইকেল গ্যারেজ ও ভ্রাম্যমাণ দোকান করায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়েরকৃত একটি মামলায় এক ব্যক্তিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাথরিয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ সদস্যের অভিযোগ ডিসি অফিসে শুনানি
পরবর্তী নিবন্ধ‘চাষ না করলে জমি খাস হয়ে যাবে, এটা গুজব’