নির্মাণাধীন ভবন থেকে পড়ে মারা গেছেন কর্তব্যরত প্রকৌশলী ইউসুফ। গতকাল ২৬ জুন, রোববার সকালে নগরীর খুলশী থানাধীন ইয়াকুব ফিউচার পার্কে নির্মাণাধীন একটি ভবনের অষ্টম তলায় লিফটের কনস্ট্রাকশন কাজ তদারকি করতে গিয়ে পা পিছলে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, যে ভবনে নির্মাণের কাজ চলছিলো সেখানে নিরাপত্তামূলক কোনো বেস্টনি ছিল না। তারা আরও জানান, ভবনে লিফটের কাজ করার জন্য তলাভিত্তিক কোনো প্রতিবন্ধকতা না থাকার কারণে পা পিছলে ৮তলা থেকে নিচে পড়ে প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, নির্মাণাধীন ভবনের কোড অব কন্ডাক্ট অনুযায়ী সিকিউরিটির ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা ঘটতো না।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা আজাদীকে বলেন, নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।












