নির্মাণসামগ্রী ফুটপাত ও সড়কে, জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ জানুয়ারি, ২০২২ at ১১:০২ পূর্বাহ্ণ

নগরীর দামপাড়ার চট্টেশ্বরী সড়কের আলিফ মিম টাওয়ারের নির্মাণসামগ্রী ফুটপাত ও সড়কে রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চসিক মালিকানাধীন মিউনিসিপ্যাল মডেল স্কুল মার্কেটের ১৪ নম্বর দোকান অবৈধ দখলদার উচ্ছেদ পূর্বক সিলগালা করা হয় এবং চকবাজারের আধুনিক চকসুপার মার্কেটের তালাবদ্ধ সমিতি অফিস খুলে দিয়ে মার্কেটের বর্তমান কমিটিকে বুঝিয়ে দেওয়া হয়।
গতকাল চলা এ অভিযানের নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে একদিনে শনাক্ত প্রায় এক হাজার
পরবর্তী নিবন্ধতারেক সোলেমান ছিলেন নিবেদিতপ্রাণ রাজনীতিক