কিশোরগঞ্জ জেলার সকল প্রকৌশলী, ঠিকাদার ও রড ব্যবসায়ীদের নিয়ে গোল্ডেন ইস্পাত লিমিটেড একটি মতবিনিময় সভার আয়োজন করে। গত ৩রা অক্টোবর স্বাস্থ্যবিধি মেনে হোসেনপুর নিহাল গ্রীন পার্কে ‘গোল্ডেন মিট’ নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নির্মাণশিল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এতে উপস্থিত ছিলেন গোল্ডেন ইস্পাত লিমিটেডের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, কিশোরগঞ্জ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাহাদুর আলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ.কে. এম আমিরুজ্জামান, কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ। গোল্ডেন ইস্পাত লিমিটেডের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক এ.কে. এম খাইরুল আলম, বিক্রয় ও বিপণন বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জয়নাল আবেদীন, সহকারী ম্যানেজার সৈয়দ তামিম আহমেদ, বিজ্ঞাপন বিভাগের সহকারী ম্যানেজার ঝন্টু চৌধুরী, মান নিয়ন্ত্রণ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরমান। অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার ভারপ্রাপ্ত প্রকৌশলীদের বিশেষ সম্মাননা প্রদান করেন গোল্ডেন ইস্পাত লিমিটেডের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম। বিক্রয়ের বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ জেলার রড ব্যবসায়ীদের মধ্যে থেকে তিনজন ব্যবসায়ীকে গোল্ডেন সেলস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।