নির্মল প্রেম এখন আর নেই
বেশ উদ্ধত বেশ,
ঢাকা হয়ে রয় মুক্ত শিখা
শুরু এঁকে যায় শেষ।
হায়েনারা আর হামলে পড়ে না
পাল্টে গেছে বোল,
হম্বিতম্বি বাজায় এখন
ঢাক করতাল ঢোল।
হাসিমুখের ফাঁকটি গলে চৌর্য রাশি রাশি,
কূপমন্ডুক চোখে ছাউনি দেখা যায় না শশী।
লোভের মুখ করে চুকচুক খাবে বোয়াল মাছ,
চন্দন ঘ্রাণ হবে খান খান, সব উজাড়ি গাছ।