নির্ভার

প্রতিমা দাশ | বৃহস্পতিবার , ১৩ জুন, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

কনে দেখা আলো পিছনে ফেলে

ডুবে গেছি বিভ্রান্ত আঁধারি সন্ধ্যায়,

নির্বাক চেয়ে আছি জলের আর্শিতে

পলাশের সোহাগে বিভোর কিশোরী কায়ায়।

জন্মান্তরবাদের বিষাদের কাব্য বোঝাই

বিস্মৃতির অতলে,

আজন্ম লালিত যাবতীয় সুখ যন্ত্রণা

ভাসিয়ে দিবো হলুদ জলে।

নির্ভার হতে চাই

নির্ভার হতে চাই

পাহাড়ের বুক ছিঁড়ে কে যেন

অট্টহাসিতে উড়ে গিয়ে বলে

গোপনে নৌকো ডুবিয়ে দেয়।

ডুবে যেতে থাকে স্বপ্নরা

ডুবে যেতে থাকে জন্মান্তরবাদের হিশেব নিকেশ,

ডুবে যেতে থাকে একটি নির্ভার কাব্য।

পূর্ববর্তী নিবন্ধনজিরবিহীন নজিরনামা
পরবর্তী নিবন্ধঅ-সময়