নির্ভয়ে দুর্গোৎসব পালন করুন

মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময়কালে শিক্ষা উপমন্ত্রী

| বুধবার , ১১ অক্টোবর, ২০২৩ at ১০:৪২ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, দুর্গাপূজার সঙ্গে মিশে আছে চিরায়ত বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি। ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সনাতনী সম্প্রদায় যাতে নিরাপদে দুর্গোৎসব পালন করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন। আপনারা নির্ভয়ে, নির্বিঘ্নে ও নিঃসংকোচে শারদীয় দুর্গোৎসব পালন করুন।

তিনি গত সোমবার চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি সাধন ধর, বিমল কান্তি দে, বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুন, অ্যাডভোকেট চন্দন কুমার তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সুজিত দাশ, চসিক কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর নিলু নাগ, রুমকি সেনগুপ্ত, পরিষদের সহসভাপতি লায়ন দীলিপ ঘোষ, প্রদীপ শীল, বিপ্লব কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মল্লিক, অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সজল দত্ত, অ্যাডভোকেট নটু চৌধুরী, বিপ্লব সেন, কার্যকরি সদস্য বিটু দাশ বাবলু, বিলু ঘোষ, দেবাশীষ নাথ দেবু, সঞ্জিত বৈদ্য, প্রচার সম্পাদক অ্যাডভোকেট তপন দাশ, প্রকাশনা সম্পাদক অরুন রশ্মি দত্ত, শিক্ষা বিষয়ক সম্পাদক রাহুল দাশ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাজীব চৌধুরী মিল্টন, সহপ্রচার সম্পাদক উত্তম শীল, সহদপ্তর সম্পাদক রিপন রায় চৌধুরী, সহশিক্ষা ও গবেষণা সম্পাদক অসীম কুমার দে, কার্যকরী সদস্য ডা. নেহেরুলাল ধর, টিটু চৌধুরী, রাতুল দাশগুপ্ত, অর্পণ চক্রবর্তী, অয়ন ধর, নিঝুম পারিয়াল ও রাসেল দত্ত। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মহানগরের আওতাধীন ১৬ থানার প্রতিনিধিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅমর্ত্য সেনকে নিয়ে গুজব না ছড়াতে মেয়ের অনুরোধ
পরবর্তী নিবন্ধসড়ক ও ফুটপাত থেকে অর্ধশত দোকান উচ্ছেদ