জোয়ার নামেনি সেদিন
শুভ্র ঢেউ আছর সময়ে
আছড়ে পড়ে
বিন্দুসম ফোঁটায় ফোঁটায়।
নদী, নালা, খাল, বিল,
পাহাড় ডুবে যায়!
সমুদ্র জঞ্জাল ছাফ
করে পরিশোধিত
শান্ত মহা শান্ত
নির্বিলাস মহা সাগরে।
আধেক চাঁদ হেসে বলে
ভাটা ভেসে গেছে
মেঘলা হিমেল বাতাসে
পড়ন্ত বিকেলে…
আশফাকুর রহমান বিপ্লব | বৃহস্পতিবার , ২৬ জুন, ২০২৫ at ৯:২৫ পূর্বাহ্ণ
