বৃহত্তর রেয়াজুদ্দিন বাজারের ব্যবসায়ীরা বলেছেন, বিভিন্ন সময় সন্ত্রাসী গোষ্ঠী, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের দ্বারা তারা হামলা ও ক্ষতির শিকার হচ্ছেন। ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার পরিবেশ বজায় রাখতে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনসহ সর্বমহলের কাছে আহ্বান জানিয়েছেন তারা।
রেয়াজুদ্দিন বাজারে দিনেদুপুরে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি সভা করে তামাকুমন্ডি লেইন বণিক সমিতি। সভায় নেতৃবৃন্দ এই আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সরওয়ার কামাল। সাধারণ সম্পাদক আহমদ কবির দুলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মো. ফারুক আজম ও বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলীম, তৌহিদুল আলম, জাফর ইকবাল, জসিম উদ্দিন, ছাদেক হোসেন, মিনহাজ উদ্দিন, মিনহাজুল আবেদীন, আব্দুর ছফুর নয়ন, সাদ্দাম হোসেন ও আরিফ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












