আপনারা নির্বিঘ্নে বুক ফুলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করুন। এদেশ জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সকলের। গত চুয়ান্ন বছরে আমাদের যা অর্জন, তার পেছনে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষের সমান অবদান রয়েছে। যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা ও ভাংচুর করে, তারা দুর্বৃত্ত। তাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না। দুর্গাপূজা উদযাপনে সারাদেশের মণ্ডপগুলোর জন্য এবছর সরকারের পক্ষ হতে ৫ কোটি টাকা বরাদ দেয়া হয়েছে। গতকাল শনিবার আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গা পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এসব কথা বলেন।
দক্ষিণ নালাপাড়া সনাতনী সমন্বয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন অসিত বরণ সেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ–সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে’র সঞ্চালনায় এতে বক্তব্য দেন, জেলা প্রশাসক ফরিদা খানম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চট্টগ্রাম মহানগর দক্ষিণ, দক্ষিণ জেলা ও বান্দরবান জেলার দায়িত্বরত ট্রাস্টি দীপক কুমার পালিত, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম–চট্টগ্রামের সহকারী প্রকল্প পরিচালক রিংকু কুমার শর্মা, দক্ষিণ নালাপাড়া মন্দির পরিচালনা পরিষদের সভাপতি অনিল পাল, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরী, জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ–চট্টগ্রাম মহানগরের সহ–সভাপতি লায়ন সন্তোষ নন্দী, দক্ষিণ নালাপাড়া মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রনজন সাহা, দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি অমল দে, সাধারণ সম্পাদক, শ্যামল পাল, পাথরঘাটা সতীশ বাবু লেইন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুজিত সরকার, সভাপতি কাঞ্চন দত্ত, সাধারণ সম্পাদক সুজন ভট্টাচার্য্য, রাজীব চক্রবর্ত্তী, মৃণাল কান্তি দাশ, চন্দন কুমার মজুমদার, মৃণাল দাশ মিলন, পলাশ দাশ, নরেন সাহা, নিভু সেন, অপর্ণা রায় চৌধুরী, সুপ্রিয়া ঘোষ, পম্পি দাশ, রাজীব নন্দী বাবু, পিন্টু কুমার সরকার প্রমুখ। পরে তিনি দক্ষিণ নালাপাড়া সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ ও সতীশ বাবু লেইন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। প্রেস বিজ্ঞপ্তি।











