নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে বিএনপি সনাতনীদের পাশে থাকবে

পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে শামীম

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৭ পূর্বাহ্ণ

উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতনীদের পাশে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। গত ২২ সেপ্টেম্বর কাজির দেউড়ি জিয়া জাদুঘর মিলনায়তনে মহানগর বিএনপির উদ্যোগে মহানগর পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতনীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এই উৎসবে প্রাণে প্রাণ মিলে সবাই অংশগ্রহণ করে। তিনি বলেন,উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ মাঠে থাকবে। পূজা উদযাপনে কোনো রকম সমস্যা যাতে না হয়, এজন্য বিএনপি মনিটরিং টিম গঠন করবে।

মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ। বক্তব্য রাখেন সাধন ধর, রাজীব ধর তমাল, বিপ্লব দে পার্থ, অরুপ রতন চক্রবর্তী, প্রদীপ শীল, অ্যাড নটু কুমার চৌধুরী, রতন ঘেষ, অধ্যাপক অসীম দে, শ্যামল চৌধুরী, লিটন কুমার শীল, মিথুন সরকার, লিটন দাশ ইপ্তি, রাজীব নন্দী বাবু, দীপক দাশ, সৈকত মহাজন, দেবাশিষ মজুমদার, লিটন দেবনাথ, অশোক দাশ, প্রদীপ সেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্ধুতাই ঘটাতে পারে মনোজগতের উৎকর্ষ সাধন ও মানসিক স্বাস্থ্যের উন্নতি
পরবর্তী নিবন্ধফটিকছড়ির খিরাম আহমদ ছাফা মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপিত