জনগণের অংশগ্রহণে গণশুনানির মাধ্যমে গ্যাস–বিদ্যুৎসহ জ্বালানির দাম বাড়ানো বা কমানোর ক্ষমতা প্রায় দেড় বছর পর অধ্যাদেশ জারি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন–বিইআরসির কাছে ফিরিয়ে দেওয়া হলো। গতকাল মঙ্গলবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক গেজেটে অধ্যাদেশ জারির কথা জানিয়ে আইনের ৩৪ (ক) ধারা বিলুপ্ত করা হয়েছে। ওই ধারা বলে সরকার নির্বাহী আদেশে যখন ইচ্ছা জ্বালানির দাম নির্ধারণ করতে পারত। ধারাটি বাতিল হওয়ায় কমিশন গঠনের যে উদ্দেশ্য ছিল, জনগণের হাতে যে ক্ষমতা ছিল; তা আবার পুরোপুরি কার্যকর হলো বলে মনে করছেন কর্মকর্তারা। খবর বিডিনিউজের।
গণশুনানি করে জ্বালানির দাম নির্ধারণে ৯০ দিনের সীমাকে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ‘প্রতিবন্ধকতা’ হিসেবে চিহ্নিত করে ২০২৩ সালের শুরুতে ক্ষমতাটি সরকার নিজের হাতে নিয়েছিল। গত বছরের ২৯ জানুয়ারি ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল’ সংসদে পাস করায় আওয়ামী লীগ সরকার। গতকাল মঙ্গলবার অধ্যাদেশের গেজেট জারি করে সেই আইন সংশোধন করা হলো, ক্ষমতা ফিরে গেল বিইআরসির কাছে।