মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীর পক্ষে গণরায় আদায়ে চট্টগ্রাম মহানগর সাংস্কৃতিক সমন্বয় পরিষদ প্রকাশিত প্রচারণামূলক অডিও সিডির কপি গতকাল শনিবার ১৬ জানুয়ারি মেয়র প্রার্থী এম. রেজাউল করিমের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে তাঁর বহদ্দারহাটস্থ বাসভবনে সংস্কৃতিকর্মী ও সংগঠকদের সাথে অনুষ্ঠিত এক প্রীতি সম্মিলন অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান প্রযুক্তির উৎকর্ষের যুগে অডিও সিডি একটি গুরুত্বপূর্ণ কার্যকর মাধ্যম। আমি মেয়র নির্বাচিত হলে চট্টগ্রামকে সংস্কৃতিবান্ধব নগরীতে পরিণত করবো এবং সংস্কৃতি কর্মীদের সামাজিক মর্যাদা, সম্মান, নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সচেষ্ট হবো।
তিনি জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে সংস্কৃতিকর্মীদের সোচ্চার হবার আহ্বান জানান। চট্টগ্রাম সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সভাপতি নজরুল ইসলাম মোস্তাফিজের সভাপতিত্বে ও শিল্পী দীপংকর দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শওকত ওসমান জাহাঙ্গীর, মোহাম্মদ নাছির, রূপম মুৎসদ্দি টিটু, সঞ্জয় গান্ধী, নিরঞ্জন ঘোষ, বাবুল দাশ, মোহাম্মদ সায়েম উদ্দিন, শিল্পী সমীরন পাল, প্রিয়া ভৌমিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।