নির্বাচিত হলে বাস্তবতার ভিত্তিতে ইনসাফভিত্তিক উন্নয়ন করবো

চট্টগ্রাম-৯ আসনের জামায়াত প্রার্থী ডা. ফজলুল হক

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম৯ আসনের জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. একেএম ফজলুল হকের গণসংযোগ ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও আশপাশের এলাকায় এ গণসংযোগ পরিচালনা করা হয়। গণসংযোগকালে ডা. একেএম ফজলুল হক বলেন, আমি নির্বাচিত হলে জনগণকে মিথ্যা আশ্বাস দেব না। বাস্তবতার ভিত্তিতে ইনসাফ ও ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে যে বঞ্চনার শিকার, তা দূর করতে সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবো। এ সময় স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ, কর্মীসমর্থক এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে জেটিবি ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
পরবর্তী নিবন্ধকেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু