নির্বাচিত হলে জামায়াত কোনো প্রতিশোধ নেবে না : ডা. শফিকুর রহমান

| মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচিত হলে তারা কারও উপর প্রতিশোধ নেবেন না। দেশ সকল নাগরিকের, কোনও একক গোষ্ঠীর নয়।

তিনি বলেন, ৫ আগস্টের পর আমরা স্পষ্টভাবে ঘোষণা করেছি যে, আমরা কারও উপর প্রতিশোধ নেব না। অন্যায়ভাবে কাউকে মামলায় আসামি করা হবে না। জামায়াত অন্যায়ভাবে একটা মানুষকেও মামলার আসামি করেনি। খবর বাসসের। গতকাল সোমবার কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় জামায়াত আমির এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে, বারবার কারারুদ্ধ করা হয়েছে, দলীয় অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, দলের নিবন্ধন বাতিল করা হয়েছে এবং অবশেষে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে। ‘এতকিছুর পরেও, ৫ আগস্ট রাতে আমরা ঘোষণা করেছি যে, আমরা কোন প্রতিশোধ নেব না।

আবরার ফাহাদের প্রসঙ্গ টেনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, শহীদ এই শিক্ষার্থী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি বলেন, আবরার ফাহাদ নিজেই এক বিদ্রোহী বিপ্লবের নাম। আধিপত্যের বিরুদ্ধে কলম ধরাই ছিল তার একমাত্র ‘অপরাধ’, যার জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে যে, বাংলাদেশের সাহসী যুবসমাজ আল্লাহ ছাড়া কাউকেই ভয় করে না। গত বছরের জুলাইয়ে যাদের নেতৃত্বে জাতি সংগ্রাম করে মুক্তি অর্জন করেছে, সেই সব শহীদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই।

কুষ্টিয়া প্রসঙ্গে জামায়াত আমির বলেন, পদ্মা ও গড়াই নদী অববাহিকা অঞ্চল কার্যত অব্যবস্থাপনার কারণে মরুভূমিতে পরিণত হয়েছে। তিনি বলেন, উজান থেকে পানি এলে তা নদীর মধ্যে থাকে না। দুই তীর উপচে পড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। বছরের পর বছর নদী ভাঙনে অসংখ্য মানুষের স্বপ্ন চুরমার হয়ে গেছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ২৪ কোটি টাকার ইয়াবা ও হেরোইন জব্দ
পরবর্তী নিবন্ধশুধু ভোট দিলেই চলবে না, ভোটের হিসাব বুঝে নিতে হবে : তারেক রহমান