চট্টগ্রাম–৮ উপ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বলেছেন, আমি বোয়ালখালীর স্থায়ী বাসিন্দা। এলাকার সামগ্রিক উন্নয়নের দৃঢ় প্রত্যয় নিয়ে আমি আসন্ন উপ নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ ও সুফিবাদী ঘরানার অহিংস ও আদর্শিক রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মনোনয়ন নিয়ে চেয়ার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেছি।
নির্বাচিত হলে এলাকার সন্তান হিসেবে জীবনবাজি রেখে জনগণের আমানতের সুরক্ষায় প্রাণপণ ভূমিকা রাখবো। গতকাল মঙ্গলবার বিকেল ৩ টা থেকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দীন বোয়ালখালীর আমতল, জমাদার হাট, মনারবাপের টেক, আনজিরমার টেক, সাতগড়িয়া পাড়া, আজগর আলী স্কুল, মিলিটারি পুল, শাকপুরা চৌমুহনী, বেঙ্গুরা, দাশেরদীঘি, কানুনগো পাড়া, জোটপুকুর পাড়, উপজেলা সদর, মসজিদ ঘাটা, ফকিরাখালী ও চৌধুরী হাট এলাকায় গণসংযোগকালে উপরোক্ত মন্তব্য করেন। এ সময় তাঁর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইলিয়াস শিকদার, হাফেজ মুহাম্মদ জহুর, মুহাম্মদ ইদ্রিস, খ.ম. মোজাম্মেল হক্ব, এনামুল হক, সৈয়দ মুহাম্মদ মঈন উদ্দিন, মাসরুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।