নির্বাচিত হলে চট্টগ্রামের উন্নয়নে রোডম্যাপ তৈরি করব

মহানগর আ. লীগের মতবিনিময় সভায় পেয়ারুল ইসলাম

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৫:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দলীয় সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের সাথে মহানগর আওয়ামী লীগের মতবিনিময় সভায় জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত দলীয় চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, ছাত্রজীবনের শুরু থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হিসেবে যে রাজনীতি শুরু করেছি এখনো আছি জাতির পিতার আদর্শের পতাকা তলে। যতদিন বাঁচি জাতির পিতার আদর্শ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব। দলের একজন কর্মী হিসেবে জেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।
নির্বাচিত হলে চট্টগ্রামের সকল মন্ত্রী, এমপি, দলের শীর্ষ নেতৃবৃন্দ-মেয়র, কাউন্সিলরসহ জনপ্রতিনিধিদের নিয়ে চট্টগ্রামের উন্নয়নের একটি রোডম্যাপ তৈরি করবো। প্রধানমন্ত্রীর যে প্রত্যায় ‘গ্রাম হবে শহর’ আপনাদের সবাইকে নিয়ে এই ভিশন বাস্তবায়ন করব। নির্বাচিত হলে চট্টগ্রাম জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ হিসেবে গড়ে তুলবো। গতকাল সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এটিএম পেয়ারুল ইসলাম মতবিনিময় সভায় উপস্থিত চসিকের সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলরদের শুভেচ্ছা জানান এবং নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আমাদের দল ক্ষমতায় আসায় যোগ্য ব্যক্তিদের প্রশাসক ও চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়ে জেলা পরিষদ শক্তিশালী কাঠামো গড়ে তোলা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের বিজয় সুনিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আপনারা জনগণের ভোটে সরাসরি নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণের কাছে আমরা দল হিসেবে যেভাবে আমাদের দায়বদ্ধতা আছে ঠিক আপনাদেরও আছে। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর অবহেলিত অংশকে আর্থিক ভাতাসহ নানাবিধ সুযোগ সুবিধা দিয়ে আসছে তা জনপ্রতিনিধিদের মাধ্যমে। এক্ষেত্রে কোন ধরনের ত্রুটি-বিচ্যুতি হলে তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। কাউন্সিলরদের বক্তব্যের জবাবে আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রতিটি ওয়ার্ডে বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন শ্রেণিতে সুবিধাভোগীদের সরকার কর্তৃক দেয় ভাতা ও সহযোগিতাপ্রাপ্তদের নিয়ে মতবিনিময় করার নির্দেশনা দেন।
সভায় বক্তব্য দেন, নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মোহাম্মদ হোসেন, জোবাইরা নার্গিস খান, আবু তাহের, শহিদুল আলম, জহরলাল হাজারী, গাজী শফিউল আজিম, প্রকৌশলী বিজয় কিষান চৌধুরী, মহব্বত আলী খান, মো. জাবেদ। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন এবং শফিকুল ইসলাম, আশরাফুল আলম, মোবারক আলী, মো. মোরশেদ আলম, জহুরুল আলম জসিম, অধ্যাপক মো. ইসমাইল, মো. নুরুল আমিন কালু, আবুল হাসনাত মো. বেলাল, নুর মোস্তফা টিনু, হারুনুর রশিদ, নুরুল আলম মিয়া, শৈবাল দাশ সুমন, সলিম উল্লাহ বাচ্চু, মো. ইলিয়াছ, শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, গোলাম মো. জোবায়ের, মো. আতাউল্লাহ, আব্দুস সালাম মাছুম, হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, হাজী নুরুল হক, মো. মোরশেদ আলী, আব্দুল মান্নান, গোলাম মো. চৌধুরী, জিয়াউল হক সুমন, সালেহ আহমদ চৌধুরী, ফেরদৌসী বেগম মুন্নী, লুৎফুন্নাহার বেবী দোভাষ, নিলু নাগ, জেসমিন পারভিন জেসি, হুরে আরা বিউটি, জাহেদা আক্তার পপি, শাহিনা আক্তার রোজি, তসলিমা নুরজাহান রুবি, শাহিনুর বেগম, আঞ্জুমান আরা, ফেরদৌসী আকবার, রুমকী সেনগুপ্ত প্রমুখ কাউন্সিলর।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে ফারাজ চত্বরের নামফলক ভাঙল কারা
পরবর্তী নিবন্ধফেব্রিক্স রাসায়নিক পদার্থসহ ১১১ লট পণ্যের নিলাম ২৯ সেপ্টেম্বর