নির্বাচিত হলে আমার এলাকার জনগণের আস্থার প্রতিদান দেব

নির্বাচনী পথসভায় নোমান আল মাহমুদ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৯ এপ্রিল, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

নির্বাচনী পথসভায় চট্টগ্রাম৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেছেন, সম্মানিত ভোটারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে তাদের মৌলিক অধিকারসহ অন্যান্য চাওয়া পাওয়াগুলো পূরণে আমি নিজেকে উৎসর্গ করবো। আমার চাওয়া পাওয়ার মধ্যে একটি লক্ষ্যশেখ হাসিনা আমার উপর আস্থা ও ভরসা রেখে নৌকা প্রতীক দিয়েছেন, আমি এই আস্থার প্রতিদান দিতে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত আছি। আমি নির্বাচিত হলে আমার নির্বাচনী এলাকার জনগণের আস্থার প্রতিদান দেব।

তিনি গতকাল শনিবার বহদ্দারহাটস্থ কাঁচাবাজার চত্বরে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন। পথসভায় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কখনো অবৈধ পথে ক্ষমতায় যাওয়ার বা টিকে থাকার ফন্দি করেনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রগতি ও উন্নয়নে অভিযাত্রায় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এই উন্নয়নের ধারাকে চলমান রাখতে আওয়ামী লীগ প্রার্থী নোমান আল মাহমুদকে বিজয়ী করা আমাদের রাজনৈতিক সংকল্প। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, জনগণই আওয়ামী লীগের ভরসার একমাত্র অবলম্বন। তাই চট্টগ্রাম৮ আসনের উপ নির্বাচনে নৌকার বিজয় জনগণই সুনিশ্চিত করবে এবং জনগণ জানে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে দেশ ও মানুষের কল্যাণ ও উন্নয়ন হয়।

পথসভায় আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সফর আলী, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, বেলাল আহমদ, আবু তাহের, নুর মোহাম্মদ নুরু, এড. আইয়ুব খান, নিজাম উদ্দীন নিজু, সাইফুদ্দিন খালেদ সাইফু, কাউন্সিলর এসরারুর হক ইসরাইল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবড়উঠানে হামদ্‌-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধচবি কর্ণফুলী স্টুডেন্টস এসোসিয়েশনের মিলনমেলা