মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ এম এ আজিজ বলেছেন, দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। নির্বাচিত সরকার দিয়ে দেশ পরিচালনা এখন জরুরি। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণের নির্বাচিত পার্লামেন্ট দিয়েই দেশ পরিচালনা করতে হবে। নির্বাচিত সরকার ছাড়া টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি গত ২৭ ডিসেম্বর কলসী দিঘীর পাড় রেলবিট এলাকায় জিয়া জাগরণ পরিষদ ৩৮ নং ওয়ার্ডের উদ্বোধন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পরিষদের সভাপতি মোহাম্মদ খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোল্লা মো. সরওয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো. সেলিম, মো. সালাউদ্দিন, আব্দুল কুদ্দুছ সেন্টু, মাহবুবুল আলম বাচ্চু, মো. হোসেন, মো. আজম উদ্দীন, মো. মহিউদ্দিন, আবু বকর বকুল, মো. ইলিয়াছ, শাহিদা খানম, সালাউদ্দিন, আলী আহসান, আনোয়ার হোসেন জুনু, মাহবুব আলম, আবু রায়হান চৌধুরী, রিয়াজ উদ্দীন রাজু, সায়দুর রহমান রহিম, মো. আরিফ, মো. আলাউদ্দিন, মো. মিজান, শাহ আলম ফরাজী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।