নির্বাচিত সংসদের হাতে সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না : নাহিদ

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৮:২২ পূর্বাহ্ণ

জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে সে বিষয়টি ৫ আগস্টের মধ্যে সুরাহার দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টিএনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা সংস্কার কার্যক্রমের ভার নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেবেন না। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ কার্যকরের দাবিও জানিয়েছেন তিনি। গতকাল শনিবার ঢাকার বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদ কার্যকর করতে হবে অন্তর্বর্তী সরকারের আমলেই। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচন হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে, গণপরিষদ গঠিত হবে। অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই সনদ কার্যকর করতে হবে। খবর বিডিনিউজের।

সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রের প্রসঙ্গ টেনে এনসিপি আহ্বায়ক বলেন, সরকারের পক্ষ থেকে তারা জেনেছেন জুলাই ঘোষণাপত্রটি ৫ আগস্ট প্রকাশ করা হবে। তারা এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। পাশাপাশি আমাদের দাবি ছিল ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়টির যেন সুরাহা হয়। আপনারা জানেন জুলাই সনদ নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্য হয়েছে, কিছু জায়গায় দ্বিমত আছে। ঐকমত্য কমিশন থেকে এখনও জানানো হয়নি আসলে যেসব বিষয়ে আপত্তি রয়েছে সেসব বিষয়ে তাদের পরিকল্পনা কী। আমরা বলেছি, ওটার বাস্তবায়ন পদ্ধতি কী? সেটা নিয়ে ঐকমত্য কমিশন কথা বলেনি। বাস্তবায়ন পদ্ধতির সুরাহা হয়ে জুলাই সনদে সকল দল স্বাক্ষর করবে।

নাহিদ বলেন, রোববার (আজ) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে এনসিপির দেশব্যাপী চলা জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হবে। সেখানে নতুন বাংলাদেশের জন্য আমাদের কর্মসূচি, রাষ্ট্র ভাবনার রূপকল্প আমরা প্রকাশ করব। সেখানে জুলাই সনদের দাবির পাশাপাশি বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি থাকবে।

অভ্যুত্থানের সামনের সারির নেতাদের অন্যতম নাহিদ বলেন, গত বছরের ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের এক দফা দাবি ঘোষণা হয়েছিল। তবে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন এখনও হয়নি। তিনি বলেন, যে ঘোষণার মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদের বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি জানিয়ে আসছিলাম, আমরা জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন সমাবেশে বলে এসেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার এখনও পতন হয়নি। ফলে নতুন বাংলাদেশ নির্মাণের লড়াই আমাদের এখনও চালিয়ে যেতে হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি
পরবর্তী নিবন্ধ৩ জনকে হারিয়ে শোকে পাথর এক পরিবার