দীর্ঘ প্রতীক্ষিত চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির শনিবারের (১ নভেম্বর) নির্বাচন স্থগিত হওয়ায় ইউনাইটেড বিজনেস ফোরাম গভীর দুঃখ প্রকাশ করছে। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফোরামের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা চলাকালীন গণসংযোগে চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ী সমাজে যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, নির্বাচন স্থগিতের ফলে সেই প্রত্যাশা ও উদ্দীপনার মাঝে যে হতাশা নেমে এসেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের রায়ই প্রকৃত নেতৃত্ব নির্ধারণের একমাত্র মাধ্যম। যারা সাধারণ ভোটারদের ওপর
আস্থা না রেখে মামলা–মোকদ্দমার মাধ্যমে নির্বাচন স্থগিতের উদ্যোগ নিয়েছেন, আমরা আশা করি তারা ব্যবসায়ী সমাজের দীর্ঘদিনের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকারকে সম্মান জানিয়ে ভবিষ্যতে নির্বাচনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।
ইউনাইটেড বিজনেস ফোরাম চট্টগ্রামের সাধারণ ব্যবসায়ী সমাজের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষায় সবসময় অঙ্গীকারাবদ্ধ থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।












