ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং জো বাইডেনই পরবর্তী প্রেসিডন্ট হচ্ছেন বলে তিনি বিশ্বাস করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদন বলছে, প্রতিষ্ঠানের এক সভায় জাকারবার্গ বলেছেন, ‘আমার বিশ্বাস নির্বাচনের ফলাফল এখন স্পষ্ট এবং জো বাইডেন আমাদের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। নির্বাচন মৌলিকভাবে সুষ্ঠু হয়েছে, এ বিষয়ে জনগণের আস্থা থাকা জরুরি এবং এটি ট্রাম্পকে ভোট দেওয়া কোটি কোটি মানুষের ক্ষেত্রেও।’ খবর বিডিনিউজের।
বাইডেন প্রশাসনকে স্বীকৃতি দিয়ে এটিই জাকারবার্গের প্রথম মন্তব্য। যদিও কোনো প্রমাণ না দেখিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ভোটে বিস্তৃত পরিসরে জালিয়াতি হয়েছে। বাইডেনের প্রচারণা শিবিরের পক্ষ থেকেও সমালোচনার মুখে পড়েছে ফেসবুক। গণতন্ত্রের ওপর নির্বাচনী বিজ্ঞাপন এবং ভুয়া তথ্যের প্রভাবের ক্ষেত্রে ফেসবুকের পদক্ষেপ নিয়ে অভিযোগ করেছে বাইডেনের প্রচারণা শিবির। এমন সমালোচনা থাকা সত্ত্বেও ফেসবুক কর্মীরা সিএনবিসি-কে জানিয়েছেন, তাদের ধারণা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বৈদেশিক হস্তক্ষেপ বা ভুল তথ্য ছড়ানো নিয়ে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ না আসাটাই অনেকটা স্বস্তিদায়ক।