নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন কাজ করে যাচ্ছে

বোয়ালখালীতে বিভাগীয় কমিশনার

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৫৫ পূর্বাহ্ণ

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক সমন্বয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হবে।

গতকাল সোমবার বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ ‘স্বাধীনতায়’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা তনুশ্রী গোস্বামী, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, উপজেলা এলজিইডি কর্মকর্তা রনী সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি, বোয়ালখালী পল্লী বিদ্যুতের ডিজিএম মিজানুর রহমান প্রমুখ।

মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনার বোয়ালখালী উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে একজন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিকে একটি হুইল চেয়ার প্রদান করেন। পাশাপাশি দু’জন উপকারভোগীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ ও সুবর্ণ নাগরিক কার্ড প্রদান এবং বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকার দুইজন দোকানদার ও ক্ষুদ্র ব্যবসায়ীকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অনুদান প্রদান করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে গবেষণা প্রস্তাবনা লেখন বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন