নির্বাচন সামনে রেখে রাউজানকে অশান্ত করার চেষ্টা হতে পারে

উপজেলা আইন শৃংঙ্খলা বিষয়ক সভায় ফজলে করিম

রাউজান প্রতিনিধি | বুধবার , ২৩ আগস্ট, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত খাত সমূহ চিহ্নিত করা হয়েছে। এখন সকলকে মনোযোগ দিতে হবে পুনর্বাসন কাজে। তিনি সকলকে সতর্ক করে বলেন নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে স্বাধীনতা বিরোধীরা শান্ত রাউজানকে অশান্ত করার কৌশল খুঁজবে। এলাকায় কারা কি করছে তার খবর রাখতে হবে। অশান্তি সৃষ্টিকারী, মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে প্রশাসন কাজ করবে। তাদেরকে স্ব স্ব অবস্থান থেকে সহযোগিতা করতে হবে।

গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে তিনি উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুলের সভাপতিত্বে ও নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর সভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহকারি কমিশনার (ভূমি) রিদোয়ানুল ইসলাম,ওসি আবদুল্লাহ হারুন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমন ধর, প্রকৌশলী আবুল কালাম। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী লালু, আব্বাস উদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন আরিফ,বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়োতোষ চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল,নিজাম উদ্দিন আহমেদ, মোহাম্মদ রোকন উদ্দিন, বাবুল মিয়া,রবীন্দ্র লাল চৌধুরী প্রমুখ।এর আগে ফজলে করিম চৌধুরী এমপি এলাকার কৃষিজীবীদের মাঝে ভুট্টা মাড়াই যন্ত্র,ডাম্পিং কমপোস্ট ও ফুট পাম্প বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশবাড়ীয়া কুমারিয়া সংযোগ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন
পরবর্তী নিবন্ধরাউজানে অস্ত্রসহ দুই জন আটক