নির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর ২৮ অক্টোবরের জনসভা বিশেষ গুরুত্বপূর্ণ

প্রস্তুতি সভায় এমপি নদভী

| সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৯:৪৩ পূর্বাহ্ণ

২৮ অক্টোবর কর্ণফুলী টানেল উদ্বোধন উপলক্ষে আনোয়ারা কেইপিজেড মাঠে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশাল জনসভা উপলক্ষে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভা ২১ অক্টোবর সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও রূপালী আবাসিক এলাকাস্থ নদভী প্যালেসে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মাস্টার ফরিদুল আলম। লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গনি সম্রাটের সঞ্চালনায় প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ আঙ্গুর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার।

সাতকানিয়া উপজেলা থেকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাস্টার ফারুক আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী, চরতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রহুল্লাহ চৌধুরী, নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান লেয়াকত আলী, এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা রুবেল রাজ, শহিদুল্লাহ চৌধুরী, মোখলেসুর রহমান জাকের, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাতকানিয়া পৌরসভার কাউন্সিল আবদুল হালিম, মহিলা আওয়ামী লীগ নেত্রী নারগিস আক্তার মুন্নি, হামিদা আক্তার, শারমিন আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ২৮ অক্টোবরের জনসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐদিন কর্ণফুলী নদীতে স্বপ্নের টানেল উদ্বোধন চট্টগ্রামবাসীর জন্য আনন্দ ও গর্বের দিন। এই দিনের সমাবেশকে সফল করতে দলের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের ব্যাপক উন্নয়ন কার্যক্রমের সুফল সম্পর্কে জনগনকে ধারণা দিতে হবে এবং ভুলে যেতে হবে ক্ষুদ্র মত পার্থক্য। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধবর্তমানে নিরাপত্তার প্রধান হুমকি সড়ক দুর্ঘটনা
পরবর্তী নিবন্ধআ. লীগ সরকারের আমলেই সকল ধর্মের সমঅধিকার প্রতিষ্ঠা হয়েছে : লতিফ