ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন–শৃঙ্খলা রক্ষায় নগরীর সার্কিট হাউস থেকে রাউজানে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে গাড়িবহরের মাধ্যমে পরিচালিত আইন–শৃঙ্খলা বাহিনীর সমন্বিত এ যৌথ মহড়ার লক্ষ্য হচ্ছে– ভোটারদের আস্থায় নেওয়া ও সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর একটি নির্বাচন আয়োজন করা।
জেলার যে নির্বাচনী এলাকায় প্রয়োজন পড়বে, যে এলাকায় নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন থাকবে, নিরাপত্তার ঘাটতি সংক্রান্ত কোনো সংকেত থাকবে– সেই এলাকায় এমন যৌথ মহড়া আয়োজন করা হবে বলে দৈনিক আজাদীকে জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ভোটারদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। রাউজান উপজেলায় মোট ৯৫ টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটার সংখ্যা ৩ লাখ ৫০ হাজার।
এদিকে যৌথ মহড়া পরবর্তী রাউজানে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সেখানে তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, যা শুধু প্রশাসনের দায়িত্ব নয়– এটি বাংলাদেশের প্রতি আমাদের সম্মিলিত দায়বদ্ধতা। তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচনকে কেবল ক্ষমতার পালাবদল হিসেবে দেখার সুযোগ নেই; এটি আগামী একশ’ বছরের বাংলাদেশের রূপরেখা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ গণভোট।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, প্রশাসন, আইন–শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের সমন্বিত উদ্যোগে রাউজানে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।











