নির্বাচন সহজ কাজ নয় আগে অর্থনৈতিক সংষ্কার চাই তারপর নির্বাচন

সাতকানিয়ায় তফসিরুল কোরান মাহফিলে শাহজাহান চৌধুরী

সাতকানিয়া-লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রাম মহানগর আমীর সাবেক এমপি ও হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, বর্তমান অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুস একজন আন্তর্জাতিক স্কলার এবং নোবেল বিজয়ী ব্যক্তিত্ব তাকে বুঝানোর কিছু নাই। তিনি ভাল করেই বুঝেন কখন কি করতে হবে। নির্বাচন দেয়ার জন্য চাপ সৃষ্টি করলে নির্বাচন দেয়া যায় না। একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা সহজ কাজ নয়।

নির্বাচনের আগে আমাদের অর্থনৈতিক মুক্তি দরকার। তারজন্য আমরা অর্থনৈতিক সংষ্কার চাই। তারপর হতে হবে নির্বাচন। অন্যথায় স্বৈরাচার আর জালিমরা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। আমরা জালিম এবং দূর্নীতিবাজ শাসক আর চাই না। দূর্নীতিবাজ আওয়ামী ফ্যাসিস্টদের পাচার করা অর্থ ফিরিয়ে আনতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি করা আজ দেশের জনগণের সাধারন দাবীতে পরিনত হয়েছে। যারা ভাবছেন আওয়ামীলীগ আবার ফিরে আসবে। তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। এদেশের মাটিতে আর কোনদিন আওয়ামী ফ্যাসিস্টদের জায়গা হবে না।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের উত্তর কালিয়াইশ ৫ নম্বর ওয়ার্ড মলিয়াকুল এলাকায় হাসপাতাল ময়দানে এক তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মলিয়াকুল হিলফুল ফুজুল সংগঠন এ মাহফিলের আয়োজন করে। গারাংগিয়া দরবারের খলিফা আলহাজ্ব আবদুল হালিম রশিদী’র সভাপতিত্বে ও মাওলানা আবুল মনছুরের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান মোফাচ্ছির হিসেবে তাফসীর পেশ করেন মাওলানা তরিকুল ইসলাম আনসারী। বিশেষ বক্তা হিসেবে কোরআন হাকিম থেকে আলোচনা করেন মাওলানা আবদুর রশীদ কাদেরী ও অধ্যাপক আমিরুল ইসলাম।

মাহফিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন ও ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহীম চৌধুরী। মাহফিলে বিশেষ অতিথি হেসেব উপস্থিত ছিলেন সাঙ্গু সাংগঠনিক থানার জামায়াত ইসলামীর সাবেক আমীর ডা. আবদুল জলিল, মোহাম্মদ সোলায়মান, কালিয়াইশ ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল বশর ছিদ্দিকী, সাধারন সম্পাদক আবুল বশর জিহাদী ও কাজী মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধদশম শ্রেণির শিক্ষার্থীদের এক বছরে শেষ করতে হবে সিলেবাস
পরবর্তী নিবন্ধপাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যান উদ্বোধন