নির্বাচন ব্যবস্থা নিয়ে সংসদে অভিযোগ বিরোধী সদস্যদের

| মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:২৫ পূর্বাহ্ণ

দেশের চলমান নির্বাচন ব্যবস্থা নিয়ে সংসদে অভিযোগ করেছে বিএনপি, তাদের সঙ্গে একই সুর ছিল জাতীয় পার্টির সংসদ সদস্যদেরও। গতকাল সোমবার রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং বিএনপির হারুনুর রশীদ নির্বাচন নিয়ে কথা বলেন। সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির আনিসুল ইসলাম বলেন, নির্বাচনে ভোটার অংশগ্রহণ ২৪ শতাংশে নেমে এসেছে। ভোটে জনগণের অনীহা গণতন্ত্রের জন্য ভালো না। নির্বাচনে বিশ্বস্ততা ও গ্রহণযোগ্যতা না থাকলে শক্তিশালী গণতন্ত্র সম্ভব না।
আমাদের আগামী ৫/১০ বছরের জন্য চিন্তা করলে হবে না। ভবিষ্যত প্রজন্ম নিয়ে চিন্তা করতে হবে। নির্বাচন কমিশনকে নিয়ে প্রশ্ন উঠছে এগুলো দেখা উচিৎ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা কেউ অস্বীকার করবে না, কিন্তু নির্বাচনের ব্যাপারটা ভালো করে দেখা উচিৎ। খবর বিডিনিউজের।
আইনের শাসন না থাকলে উন্নয়ন গতি হারাবে বলে মন্তব্য করে আনিসুল বলেন, আইনের শাসন সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করা না গেলে উন্নয়নের ধারা ধরে রাখা যাবে না। আমাদের এই সংসদের সদস্য পাপুলের কুয়েতে সাজা হয়েছে। সেখানে টাকাগুলো কীভাবে গেল সেটা খুঁজে বের করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতার উপর জোর দিতে হবে। এটি গণতন্ত্রের একটি স্তম্ভ। সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে তা দেশের জন্যও ভালো হবে না।
স্পিকারের উদ্দেশে হারুন বলেন, আপনার কাছে প্রশ্ন রাখছি, স্থানীয় সরকার নির্বাচনে এই বিরোধী দলের (জাপা) কোনো প্রার্থী আছে? চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ সব জায়গায় মহাজোটের প্রার্থীরা একযোগে ভোট করছে। বাইরে করবেন একসাথে, একরকম চরিত্র। আর ভিতরে (সংসদে) এসে ভিন্ন চরিত্র সম্ভব? এই যে সংসদ। একসাথে ২০১৮ সালে ভোট করলেন মধ্যরাতে। একইসাথে নৌকা প্রতীক নিয়ে ভোট করলেন। তাদের বিরোধী দলের চেয়ারে বসালেন। এটা হয়? কিভাবে সংসদ কার্যকর হবে? এদিন আলোচনায় ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টিকারী এবং সামপ্রদায়িকতাকে উসকে দিতে যারা ফেসবুক-ইউটিউবে বক্তব্য দিচ্ছে,তাদের বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে কি না? এদিকে আলোচনায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের চূড়ান্ত যোগ্যতা অর্জন করবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ৪ হাজার ইয়াবা জব্দ, মহিলাসহ আটক ৩
পরবর্তী নিবন্ধশাহজাহান শাহ্‌ (রা.)’র ৫১৫তম ওরশ আজ থেকে