নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না

সিপিবির বিক্ষোভ সমাবেশে কমরেড শাহ আলম

| মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

উদীচী, ছায়ানট, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে অগ্নিসংযোগধ্বংসযজ্ঞ এবং ময়মনসিংহে যুবককে পুড়িয়ে মারার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এতে সিপিবির প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গোষ্ঠী ধ্বংসাত্মক খেলায় মেতেছে। নির্বাচন বানচালের কোনো চেষ্টা এদেশের জনগণ মেনে নেবে না।

গতকাল সোমবার নগরীর সিনেমা প্যালেস চত্বরে জেলা সিপিবির উদ্যোগে এ সমাবেশ ও মিছিল হয়েছে।

সমাবেশে চট্টগ্রাম জেলা সিপিবির সম্পাদকমণ্ডলীর সদস্য মো. মছিউদ্দৌলাহর সভাপতিত্বে ও সদস্য জামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন, সিপিবির সাবেক সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম, জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সম্পাদকমণ্ডলীর সদস্য প্রদীপ চক্রবর্তী ও রাঙ্গুনিয়া উপজেলা কমিটির সভাপতি প্রমোদ বড়ুয়া। শেষে বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদপুরে বিএনপির প্রার্থী জালাল ও স্ত্রী-সন্তানদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধঢাকা-১০ আসনে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ