কর্ণফুলী উপজেলার শিকলবাহায় নির্বাচন দেখে যেতে পারলেন না এক ইউপি মেম্বার প্রার্থী। গতকাল রোববার ভোট শুরু হওয়ার আগেই সকাল সাড়ে ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢলে পড়লেন মৃত্যুর কোলে। তার নাম মনির উদ্দিন তালুকদার (৫৫)। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে ফুটবল প্রতীক নিয়ে সাধারণ সদস্য পদে প্রার্থী ছিলেন।
জানা যায়, ভোর থেকেই ভোট কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মনির। কিন্তু তার আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা ভোট উৎসব দেখা হলো না।
শিকলবাহার আওয়ামী লীগ নেতা সিকান্দর রানা জানান, ইউপি সদস্য প্রার্থী মনির ভালো মানুষ ছিলেন। তিনি পেশায় ব্যবসায়ী। তার স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র রয়েছে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল ৫ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন, শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মনির উদ্দিন তালুকদারের মৃত্যুর খবর শুনেছি। তবে ওই কেন্দ্রে ভোটগ্রহণ চলবে। যদি তিনি নির্বাচিত হন, পরে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।