নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি নেত্রী ঝুমা

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ১২:৩৫ অপরাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে মনোনয়নপত্র কিনলেও নির্বাচনে অংশ না নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি এই ঘোষণা দেন।

রোববার দিবাগত রাত ২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া পোস্টে ঝুমা এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে ঝুমা জানান, এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫ আসনে মনোনয়ন দিয়েছিলো তার মধ্যে খাগড়াছড়ি ২৯৮নং আসনে শাপলা কলি মার্কা নিয়ে নির্বাচন করতে আমাকে মনোনীত করেছিল। ২৪ তারিখে আমার পক্ষে আমার দলের খাগড়াছড়ি জেলার আহবায়ক মনোনয়ন উত্তলন করেছে। আগামিকাল জমা দেয়ার লাস্ট ডেইট। আজ প্রায় ২ঘন্টা আগেই দলের আহবায়ক জনাব নাহিদ ইসলামকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি নির্বাচনে অংশগ্রহণ করছি না। তবে আমি বিশ্বাস করি তরুণরা সংসদে যাবে, আজ নয়তো কাল। ”

পেশায় আইনজীবী মনজিলা ঝুমা বর্তমানে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ন্যাশনাল হাইড্রোগ্রাফিক কমিটির ১৫তম সভা
পরবর্তী নিবন্ধপটিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু