নির্বাচন থেকে সরে দাঁড়ান, কাফনের কাপড় পাঠিয়ে হুমকি বিএনপি প্রার্থীকে

উখিয়া-টেকনাফ আসন ফোন করে খোঁজ নিলেন তারেক

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৫ জানুয়ারি, ২০২৬ at ৪:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে কক্সবাজার(উখিয়াটেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক হুইপ, চারবারের নির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সাথে পাঠানো চিঠিতে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ‘নির্বাচন থেকে সরে না দাঁড়ালে আপনার পরিণতি ওসমান বিন হাদির মতো হবে।’ ডাকযোগে চিঠি পাঠানো ও হুমকির খবর পেয়ে শাহজাহান চৌধুরীকে ফোন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল দুপুরে ফোন করে শাহজাহান চৌধুরীর খবর নেন।

শাহজাহান চৌধুরী জানান, রোববার সকাল দিকে ডাক বিভাগের পিয়ন একটি চিঠি তার বাড়িতে দিয়ে যান। চিঠিটি খুলে দেখতে তিনি পান, সেখানে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং না দাঁড়ালে হত্যা করা হবে। চিঠির সাথে একটি ছোট কাপড়ের টুকরোও সংযুক্ত করা রয়েছে।

পাঁচ লাইনের এই চিঠিতে প্রথমে সালাম দেয়া হয়েছে। এরপর এক স্থানে লেখা হয়েছে, ‘আপনি নির্বাচন থেকে সরে দাঁড়াবেন। না দাঁড়ালে আপনার পরিণতি ওসমান বিন হাদির মতো হবে। আপনি আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে রয়েছেন।’ চিঠি প্রেরকের ঠিকানায় ইতি, মুমিনুল আলম, কোঅর্ডিনেটর অফিস, ব্যাটালিয়ন ৭১, কক্সবাজার লেখা রয়েছে।

এই ঘটনায় শাহজাহান চৌধুরী ও তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি তাৎক্ষণিক উখিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন।

চিঠি নিয়ে ভয় ও আতঙ্কের কথা জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, ‘চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কিত ও নিরাপত্তহীনতায় ভুগছি। এই হুমকি আমার জন্য নির্বাচনী মাঠে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে আহ্বান জানাই।’

এদিকে হুমকির প্রতিবাদ ও হুমকিদাতাদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবিতে উখিয়া ও টেকনাফে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, ‘বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি থানায় নথিভুক্ত করা হয়েছে। পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে তদন্তে নেমেছে। এছাড়া ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধচুপ করে বসে থাকার উপায় নেই, মোস্তাফিজের ঘটনায় রিজওয়ানা
পরবর্তী নিবন্ধএলপিজি : ১২ কেজির সিলিন্ডারের দাম বাড়ল ৫৩ টাকা