নির্বাচন কেবল ভোটের দিনের বিষয় নয় : আফরিন আখতার

উখিয়ায় ক্যাম্প পরিদর্শনে বললেন রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ এখনও সৃষ্টি হয়নি

আজাদী ডেস্ক | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার। এ সময় তিনি বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের মিয়ানমারে ‘স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ’ প্রত্যাবাসনের পরিবেশ এখনও তৈরি হয়নি বলে মন্তব্য করেন। তিনি ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

বিডিনিউজ জানায়, ক্যাম্প পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুদিনের সফরের বিভিন্ন দিক তুলে ধরে আফরিন আখতার বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের বিস্তৃত ও বহুমুখী সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে রয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ, আমাদের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্ব, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং অন্যান্য অনেক বিষয়। বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ওপর গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই লক্ষ্য অর্জনে শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত সোমবার ঢাকায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনার প্রসঙ্গ ধরে আখতার বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কেবল ভোটের দিনের বিষয় নয়। বরং এর মানে হচ্ছে, ভোটের আগের এই মাসগুলোতে নাগরিক সমাজ, গণমাধ্যম ও বিভিন্ন পক্ষ যাতে অবাধে গণতান্ত্রিক চর্চায় সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়।

ক্যাম্প পরিদর্শনকালে আফরিন আক্তার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের স্বেচ্ছায় নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন চায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার রোহিঙ্গা সমস্যার টেকসই ও স্থায়ী সমাধানও চায়। কিন্তু মিয়ানমারে এখনও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি হয়নি। মিয়ানমার সরকার সেখানে কোনো মানবাধিকার গ্রুপকে প্রবেশ করতে দেয় না।

এদিকে আমাদের উখিয়া প্রতিনিধি জানান, আফরিন আখতারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল গতকাল সকাল ১০টার দিকে উখিয়ায় কুতুপালং ক্যাম্পে পৌঁছান। তারা বালুখালী১১ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধি দলটি ৪, ২ পশ্চিম ও ৮ পশ্চিম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তারা ইউএনএইচসিআর, ইউনিসেফ, ডব্লিউএফপি, আইওএমসহ বিভিন্ন এনজিও সংস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। কঙবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদলটি রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প এবং জাতিসংঘ পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। দুপুর আড়াইটা পর্যন্ত প্রতিনিধিদলটি একাধিক ক্যাম্প ঘুরে দেখেন। প্রতিনিধিদলের অনান্য সদস্যদের মধ্যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল ইউনিট প্রধান সারিন ফিৎজারেল, আঞ্চলিক শরণার্থী বিষয়ক ডেপুটি সমম্বয়ক থমাস বুরুনস, ইউএসএইডের আঞ্চলিক মানবিক উপদেষ্টা আন্ড্রু স্কেফার, মার্কিন দূতাবাসের শরণার্থী বিষয়ক সহকারী ইশতিয়াক আহমেদসহ জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ডাচদের রূপকথার জয়
পরবর্তী নিবন্ধনিখোঁজ মাপির লাশ ভাসছিল জলকদরে