নির্বাচন কমিশন গঠনে নাম চূড়ান্ত করার বৈঠকে সার্চ কমিটি

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:৪৭ অপরাহ্ণ

নির্বাচন কমিশন গঠনে ১০ ব্যক্তির নাম চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আজ মঙ্গলবার(২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় এই বৈঠক শুরু হয়েছে।

কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির বাকি পাঁচ সদস্য বিচারপতি এস এম কুদ্দুস জামান, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন, লেখক-অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক, মহা হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক (সিএজি) মুসলিম চৌধুরী এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন অংশ নিচ্ছেন।

বিচারপতি ওবায়দুল হাসান দুদিন আগেই জানিয়েছিলেন, মঙ্গলবারের বৈঠকেই তারা ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে তা পাঠিয়ে দেবেন।

১০ জনের এই তালিকা থেকে অনধিক পাঁচজনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, যাদের উপর থাকবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভার।

সবার কাছ থেকে ৩২২টি নাম নিয়ে তা নিয়ে কাজ করছিল সার্চ কমিটি। শনিবারের বৈঠকের পর ওবায়দুল হাসান জানিয়েছিলেন, তারা সেই তালিকা ১২/১৩ জনে নামিয়ে এনেছেন।

তিনি আরও বলেছিলেন, যে ১০ জনের নাম তারা চূড়ান্ত করবেন, তা তারা প্রকাশ করবেন না। আর ৩২২ জনের তালিকার বাইরে থেকে কোনো নাম নিজেরা যুক্ত করবেন না তারা।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন