নির্বাচন কমিশন এখন সরকারের এজেন্ডা বাস্তবায়ন কমিশনে পরিণত হয়েছে

পশ্চিম ষোলশহরে মতবিনিময় সভায় ডা. শাহাদাত

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২০ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ঢাকার দুই উপ-নির্বাচনে সরকারের যে নির্লজ্জ হস্তক্ষেপ জাতি দেখে তাতে করে নির্বাচন এখন মানুষের কাছে একটি মঞ্চ নাটকের মতো। বাংলাদেশের মানুষ এখন নির্বাচন মানেই বুঝে শাসকগোষ্ঠী আওয়ামী লীগের জয়জয়কার আর বিরোধী মতের নেতাকর্মীদের দমন নিপীড়নের হাতিয়ার। নির্বাচন কমিশন এখন সরকারের এজেন্ডা বাস্তবায়নের কমিশনে পরিণত হয়েছে। আমেরিকার মত পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনে জনগণের রায় আর গণতন্ত্রের প্রতিফলন হয়, অন্যদিকে বাংলাদেশের নির্বাচনে হয় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র হরণ। নির্বাচনে কোথায় কি ফলাফল হবে তা গণভবন থেকে আগে থেকে তৈরি করে দেওয়া হয়।
গতকাল শনিবার নগরীর ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ডা. শাহাদাত হোসেন ঢাকার গাড়ি পোড়ানো মামলায় চট্টগ্রামের তিন যুবদল নেতাকে আসামি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বিগত সংসদ নির্বাচনে চট্টগ্রামে বজ্রপাতের শব্দকে ককটেল বিস্ফোরণ দাবি করে প্রশাসন বিএনপির নেতাকর্মীদের গায়েবী মামলা দিয়েছে। একইভাবে ঢাকায় সদ্য সমাপ্ত উপ-নির্বাচনে ভোট কারচুপি ঢাকতে সরকার তাদের পোষ্য বাহিনী দিয়ে বাসে অগ্নিসংযোগ করেছে। আর সেই অগ্নিসংযোগের মামলায় সারাদেশের নেতাকর্মীদের নামে মামলা করেছে। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, নির্বাচন কমিশনারের সহায়তায় সারাদেশে ভোট ডাকাতির মহোৎসব চলছে। বিগত সময়ের নির্বাচনগুলোতেও একই পরিস্থিতি দেখা গিয়েছে। এখন সময় এসেছে এই ভোট চোর ও ডাকাতদের রুখার। এদের থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে আমাদের সুসংগঠিত হতে হবে। পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর প্রার্থী ইস্কান্দার মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম মঞ্জু, কামরুল ইসলাম, থানা বিএনপির সাধারণ সম্পাদক মুনীর চৌধুরী। বক্তব্য রাখেন আবু মুসা, মোজাম্মেল হক হাছান, মোহাম্মদ আলী, এনামুল হক ইনু, আবুল বশর, মকবুল হোসেন খোকন, মোহাম্মদ সালামত আলী, শাহাদাত হোসেন ওয়াসিম, জানে আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে
পরবর্তী নিবন্ধরেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো’র স্মরণসভা