ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষিত হলেও অবাধ–সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও জনমনে শঙ্কা বিরাজ করছে। নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের মধ্যে আস্থার যে সংকট তৈরি হয়েছে, কমিশনকে যে কোনো মূল্যে তা থেকে উত্তরণ ঘটাতে হবে। অন্যথায় ভোটারদের ভোটকেন্দ্রমুখী করা যাবে না। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে সকল অশুভ প্রভাব–বলয়ের ঊর্ধ্বে উঠে নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। অন্যথায় রাজনীতি লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা সর্বাধিক। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য জোর তাগিদ দেন।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় চেরাগী মোড় সালমা ভবনস্থ সংগঠনের জেলা কার্যালয়ে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অনুষ্ঠিত মতবিনিময়কালে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ ছৈয়দ মাওলানা জসিম উদ্দিন তৈয়বীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মমতাজ উদ্দীন হোসাইনী, অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, মাওলানা মোজাম্মেল হোসাইন, এডভোকেট ফেরদৌস আলম সেলিম, মোহাম্মদ শহিদুল্লাহ, জহির উদ্দীন লতিফী, মাওলানা আব্দুল মান্নান, এস এম আবু ছাদেক ছিটু, কফিল উদ্দীন রানা, কাজী আহসানুল আলম, আহমদ রেজা, খ ম জামাল উদ্দিন, ইমদাদুল ইসলাম ও মিসবাহুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।