নির্বাচন এলে ষড়যন্ত্রে লিপ্ত হয় বিএনপি : ভূমিমন্ত্রী

কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ফারুক ও সোলাইমান

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১০ ডিসেম্বর, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, ষড়যন্ত্রের রাজনীতি আবার শুরু হয়েছে। জাতীয় নির্বাচন যখন আসে বিএনপি নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে। তারা বিদেশি কূটনীতিকদের কাছে ধর্ণা দিচ্ছে। তাদের কাছে ধর্ণা দিয়ে বিএনপি-জামায়াতের কোনো লাভ হবে না। নয়াপল্টনে রাস্তার উপর সমাবেশের নামে তারা আরেকটি শাপলা চত্বরের ঘটনার জন্ম দিতে চেয়েছিল। তার জন্য তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৭৬ বস্তা চাল ও আড়াই লাখ বোতল মিনারেল ওয়াটার মজুদ করেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বড়উঠান ইউনিয়নের ফকিরনীর হাট এলাকার সড়কে আয়োজিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভূমিমন্ত্রী জাবেদ আরো বলেন, বিএনপি জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলায় আপনাদের প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সংবিধানের আলোকে। নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের ছয়টি আসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন বলে ঘোষণা দেন তিনি।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কর্ণফুলী আওয়ামী লীগের নতুন নেতৃত্ব নির্বাচনে ডেলিগেটরা তাদের মতামত সরাসরি ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের ওপর ছেড়ে দেন। এরই প্রেক্ষিতে ভূমিমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ফারুক চৌধুরীকে ও সাধারণ সম্পাদক পদে যুবলীগের বর্তমান সভাপতি সোলাইমান তালুকদার চেয়ারম্যানের নাম ঘোষণা করেন। এর আগে দুপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন নেতৃবৃন্দ।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি। সাধারণ সম্পাদক হায়দার আলী রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বক্তব্য রাখেন সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, মো. ইদ্রিস আলম, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মনসুর, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালীব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২৯ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধসেমিফাইনালে আর্জেন্টিনা